
যুবলীগের নবনির্বাচিত কমিটির প্রেসিডিয়াম সদস্য হলেন সুভাষ চন্দ্র হাওলাদার
বরগুনা জেলার বামনা উপজেলার কৃতি সন্তান সুভাষ চন্দ্র হাওলাদার কে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডিয়াম সদস্য করে নবনির্বাচিত কমিটি গঠন।
আজ (১৪ নভেম্বর) শনিবার যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠনের প্রায় এক বছর পর শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল।রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
সুভাষ চন্দ্র হাওলাদার এর আগে যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন, একাধারে তিনি বরগুনায় 2 (বামনা-বেতাগী-পাথরঘাটার) গরীব দুখী মেহনতী মানুষের সেবা করে আসছেন এবং উক্ত আসনের আসনের মনোনয়ন প্রত্যাশী।
তিনি পাথরঘাটা টাইমসকে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সংগঠন তাকে যে দায়িত্ব দিয়েছেন দিয়েছেন তা তিনি বিগত দিনের মতো সততা ও বিশ্বস্ততার সহিত পালন করবেন